মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সদরে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালঞ্চ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে জল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আকাশ দাশ।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাংবাদিক শংকর পাল সুমন, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা সুলতানা, সহকারী শিক্ষক জাহানারা আক্তার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা জিতেন্দ্র, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ও খেলা পরিচালনা করেন,মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলেমান মিয়া।
খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।