স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত আসার পর থেকেই চাহিদা বাড়ছে ইলেকট্রনিক পণ্যের। এর মধ্যে রয়েছে রিচার্জেবল ফ্যান, কুলার, জেনারেটর, আইপিএস, ব্যাটারি ও লাইট।
এদিকে সরকারি সিদ্ধান্তের সুযোগে শায়েস্তাগঞ্জে ও কিছু অসাধু বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়াচ্ছেন।
ক্রেতা সাধারণের অভিযোগ, দফায় দফায় রিচার্জেবল পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
এদিকে এসব অভিযোগে শায়েস্তাগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিকার অভিযান পরিচালনা করে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় ইলেক্ট্রনিক্স দোকানগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করেন।
তাদের বিরুদ্ধে চার্জার ফ্যানের অতিরিক্ত দাম রাখার অভিযোগ রয়েছে।
জানা যায়, বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে রিচার্জেবল ইলেক্ট্রনিক পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছেন বিক্রেতারা। এক/দেড় সপ্তাহ আগে যে রিচার্জেবল ফ্যানের দাম ছিল সাড়ে ৩ হাজার টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজারে। কিন্তু ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে ডলারের দাম ওঠানামা করায় এলসি বা ঋণপত্রে সমস্যা তৈরি হচ্ছে। যে কারণে এসব পণ্যের দাম বাড়ছে।