বিশেষ প্রতিনিধি :
ওজন ও পরিমাপে মানদন্ড বজায় রাখার লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২১হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার সাদিয়া আক্তার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েস্তানগর ও উমেদনগর এলাকায় মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে দুই হাজার, মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে দুই হাজার, আউলিয়া ট্রেডার্সকে দুই হাজার এবং নবীগঞ্জ রোডের অগ্রদুত ফিলিং স্টেশনকে পরিমাপে কম দেওয়ায় দশ হাজার টাকাসহ মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআই এর পরিদর্শক মাসুদ রানা এবং সদর থানার এএস আই আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।