দিলোয়ার হোসাইন:
হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(২৫ জুলাই)সোমবার দুপুর ১২ টায় ঐতিহ্যবাহী বানিয়াচং প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলার ৩ বারের শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ এমরান হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, বানিয়াচং উপজেলায় কর্মরত থাকাকালীন ওসি মোহাম্মদ এমরান হোসেন হত্যা,ডাকাতি,চুরি মাদক,জুয়া,নারী নির্যাতন,বাল্যবিবাহ ইত্যাদি বন্ধে ফোর্স নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।যার ফলে বানিয়াচংবাসী তথা হবিগঞ্জ জেলার জনসাধারণের মনে স্থান করে নিয়েছেন তিনি। আমি উনার সফলতা কামনা করি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মোতাব্বির হোসেন প্রমুখ।
সংবর্ধনায় সিক্ত ওসি মোহাম্মদ এমরান হোসেন প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যেনো মানুষের কল্যাণ সাধনে আইন শৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখতে পারেন সেক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোশাররফ হোসেন,দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আশিকুল ইসলাম, এশিয়ান টিভির বানিয়াচং প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ টুডের বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন,দৈনিক প্রভাকরের বানিয়াচং প্রতিনিধি আজমল হোসেন খান,এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী, দৈনিক প্রতিদিনের বাণীর বানিয়াচং প্রতিনিধি বদরুল লস্কর, বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান,দৈনিক হবিগঞ্জ সময়ের প্রতিনিধি ফজলে এলাহি যাদু,দৈনিক আলোকিত ভোরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি জহর হোসেন ফাহাদী, বিজয়ের প্রতিধ্বনির বানিয়াচং প্রতিনিধি শেখ নুরুল ইসলাম,দেশসেবার প্রতিনিধি আলমগীর রেজা,দৈনিক আজকের হবিগঞ্জ প্রতিনিধি এনায়েত হোসেন, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজিব হাসান,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, সাব্বির চৌধুরী সোহাগ প্রমুখ।