নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজার নামক স্থানে সোমবার (২৫ জুলাই) সকাল ১১ টার দিকে সামনে থাকা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে আজিজ মিয়া (৫২) নামের এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাক চালক আজিজ মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রহমতপুর গ্রামে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) ও একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮৮০৭) মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়চর বাজার নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক চালক আজিজ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনা এবং ট্রাক ড্রাইভার এর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি আরো জানান, লাশ ময়না তদন্ত ছাড়া নেয়ার জন্য তার স্বজনদের পক্ষ থেকে আবেদন করেছেন। আবেদন গৃহীত হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।