নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।
সোমবার (২৫ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলার বডচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানার পুলিশ। মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেটগামী কাভার্ড ভ্যানটিকে (ঢাকা মেট্রো ট২০-৮৮০৭) পেছন থেকে ধাক্কা দেয়। গাড়ি দুটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শেরপুর হাইওয়ে থানার পুলিশের ওসি পরিমল দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।