এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা পুরস্কার বিতরনী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই)উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে সকাল ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ও বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এসময তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এখন আর আগের মত দেশী মাছ পাওয়া যায়না।
কারণ বর্ষাকালে দেশিয় মাছ বড় হতে না হতেই কারেন্ট জাল সহ বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হয়।
এমন কি মাছ ধরতে বিষ প্রয়োগ করা হয়ে থাকে।
যাতে দেশিয় মাছের প্রজনন সহ মাছের বংশবিস্তারে বাধা হয়ে দাড়াচ্ছে।
এ সময় তিনি দেশি প্রজাতির মাছ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম,সভাপতি জামাল হোসেন লিটন,রিপোটার্স ইউনিটি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুজন,ফারুক মাহমুদ,উপজেলা সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়াসহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।