নিজস্ব প্রতিনিধি :
গত শুক্রবার হবিগঞ্জ টুরিজম গ্রুপের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে এবং বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউপির বিজয়পুর,মুসলিমপুর,নতুনগ্রাম ও বাজারহাটির শতাধিক বানভাসি ও অসহায় মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রান সামগ্রীর মধ্যে একেকজনের জন্য ছিল ৪কেজি চাল, ২কেজি আলু, ১কেজি তৈল,১কেজি পেয়াজ, ৬০০ গ্রাম মশুর ডাল। ত্রাণ সামগ্রী বিতরণ কালে হবিগঞ্জ টুরিজম গ্রুপের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রকির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।