নবীগঞ্জ প্রতিনিধি :
নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে নবীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্টানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (২১ জুলাই) নির্ধারিত সময়ের পর সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট, শপিংমল খোলা রাখায় নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার, আউশকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন।