বিশেষ প্রতিনিধি :
সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও বিপনী বিতান বন্ধ রাখার নিমিত্তে শহরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি দোকানপাট বন্ধ করা হয়। তাছাড়া সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
গতকাল রাত ৮টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাসনিম জাহান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, শহরের চৌধুরী বাজার এলাকা, পৌর মার্কেট ও ঘাটিয়া বাজার এলাকার বেশ কয়েকটি দোকানপাট সরকারী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখে।
এসময় ৬টি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পরবতর্ী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।