বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের ৭২টি দলের মধ্য থেকে ২টি দল জেলা পযার্য়ে অংশগ্রহণের জন্য চ্যাম্পিয়ান হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়। এসময় ছেলেদের খেলায় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের খেলায় পূর্ব ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইদ্রিছ তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।