স্টাফ রিপোর্টার :
করোনা টিকার বুস্টার ডোজ দিবসে হবিগঞ্জে লক্ষমাত্রা বিপরীতে ৬৬% অর্জন হয়েছে। লক্ষমাত্রা ছিল ১লাখ ৩৯ হাজার ৫০০জন। তার বিপরীতে অর্জন হয়েছে ৯২হাজার ৩শত ৯৮জন। মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে টিকা প্রত্যাশীদের লাইন পরিলক্ষিত হয়।
কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার জন্য ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করার ধারাবাহিকতায় মঙ্গলবার দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হচ্ছে।
জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ গ্রহনের হার বৃদ্ধিই করাই ছিল দিবসের মুল লক্ষ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ (৩য় ডোজ) দেওয়া হয়।
সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয় এবং দুপুরে শেষ হয় এই টিকা প্রদান। জেলার ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রায় ৩ হাজার জনকে বুস্টার ডোজ দেয়া হয়। জেলার ২৭৯টি কেন্দ্রে দিনব্যাপী এই টিকা প্রদান করা হয়।