মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর এলাকায় বজ্রপাতে সন্তোষ কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত সন্তোষ কর্মকার জগদীশপুর গ্রামের সুতাংশু কর্মকারের ছেলে।
স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) বিকালে জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের সুতাংশু কর্মকারের ছেলে সন্তোষ সরকার (৩০) নোয়াপাড়া বাজার থেকে সাইকেলযোগে নোয়াপাড়া থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে বজ্রপাতের কবলে পড়ে সন্তোষ গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা সদরে তিতাস হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।