আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
৬ষ্ঠ বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার (১৬ জুলাই ) দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা শেষে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী কাছ থেকে তিনি টেস্ট সম্মাননা ক্রেষ্ট উপহার ও স্বীকৃতির সনদ গ্রহণ করেন।
মুহাম্মদ আব্দুর রাজ্জাক মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ইয়াবা, মদ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্টু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলছি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি। তিনি আরো বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে সকল কাজে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করার জন্য মাধবপুর- চুনারুঘাটের (সার্কেল)স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার টিম মাধবপুরের সকল সদস্যদের সততা,নিষ্ঠা ও কর্মতৎপরতার ফসল, তিনি মাধবপুরবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাধবপুরে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।