বানিয়াচং(হবিগঞ্জ)সংবাদদাতাঃ-
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে চোলাইমদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
১৪ জুলাই ওসি মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই রিমন ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আলীগঞ্জ রবিদাসপাড়ার মৃত গোলাপ রবি দাসের পুত্র বিধান রবি দাস (৩৫)কে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আসামীকে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও একইদিন দিবাগত রাতে এএসআই হারুন অর রশিদ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী চমকপুর গ্রামের নুর মিয়ার পুত্র ফরহাদ মিয়াকে গ্রেফতার করে।
আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।