নিজস্ব প্রতিনিধি :
বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং প্রতিবন্ধিদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত অনিক ফাউন্ডেশন।
শুক্রবার (৮জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত ও প্রতিবন্ধি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইতালি প্রবাসী ও অনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মনু মিয়ার অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং প্রতিবন্ধিদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সর্দার আবুল হোসেন, উপদেষ্টা ও বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সহ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।
এ সময় অনিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক দিলোয়ার হোসাইন বলেন ,মানবতার সেবায় সব সময় অনিক ফাউন্ডেশন দারিদ্র ও অসহায়দের পাশে থেকেছে ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ ।বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় পরিবারে পাশে বিত্তবানশালীদের কে এগিয়ে আসার আহবান জানান তিনি।