হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ মাধবপুর প্রেসক্লাবের সদস্য বিপ্লব আচার্য্য সূজন নামে স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে এক মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি নং ৪৬০) করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুভাষ দেবনাথ সহ কতিপয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করলে এতে সুভাষ ক্ষুদ্ধ হয়ে তাকে হত্যার হুমকি দেয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি সাধারন সম্পাদক মিজানুর রহমান তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।