সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম – ২০২২ উপলক্ষে উপজেলা পরিষদে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা , পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
সমন্বয় কমিটির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন
ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া , নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান , শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান , সহকারী উপজেলা শিক্ষা অফিসার জোতিষ রনজন দাস , বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেব রায় , পাবলিক লাইব্রেরি সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , উপজেলা রিপোর্টাস সভাপতি মোঃ মামুন চৌধুরী , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , সাংবাদিক হামিদুল হক বুলবুল প্রমূখ ।