স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২১-২২ অর্থ বছরে খরিপ- ২/২০২৩ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ২টায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে বীজও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ। ৬শ’জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি বীজ প্রদান করা হয়।
পরে অতিথিবৃন্দ উপজেলা কৃষি অফিস কতর্ৃক দেশীয় ফলের স্টল পরিদর্শন করেন।