বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ জুন দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্য নবায়ন, নতুন সদস্য অন্তর্ভূক্তি ও নির্বাচন বিষয়ে আলোচনা হয়।
ক্লাবের আহ্বায়ক নূরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাওলানা নূরুল আমীন এবং এম. সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম নূর, সাবেক সহ সভাপতি সাইফুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, আব্দুল মজিদ শেখ, সদস্য পংকজ কান্তি গোপ টিটু, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, শাহ রাসেল আহমেদ, সেলিম আহমেদ আখঞ্জী, হাফিজুর রহমান মাসুক, মইনুল ইসলাম, নজরুল ইসলাম, আজিজুল হক সেলিম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামিম, সোহেল আহমেদ, সামিউল ইসলাম প্রমুখ।
সভা শেষে উপস্থিত ক্লাবের সকল সদস্য শুকরিয়া হোটেলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।