এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবে বেসরকারী খাতে শ্রমিক বা কর্মী নিয়োগের ক্ষেত্রে ইকামা বা মালিক পরিবর্তনের উপর নিতাকাত প্রকল্পের আওতায় যে নিষেধাজ্ঞা ছিল তা সোমবার থেকে বাতিল করা হয়েছে। সৌদি আরবের নতুন শ্রম মন্ত্রী মুফরিজ আল হাকবানী মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করেন।
নিতাকাত প্রকল্পের আওতায় যারা কফিল পরিবর্তন করতে চান বা রেড গ্রীন ইয়লো বা নিম্নমানের গ্রীন ধারী শ্রমিকরা এই সুবিধার আওতায় আসবে। কর্ম ক্ষেত্রে বেসরকারী খাতকে উৎসাহ দিতে বা সাহয্য করতে এই শ্রম আইন সংশোধন করা হল।
সৌদি শ্রম মন্ত্রনালয়ের সচিব আহম্মাদ আল হুমাদান বলেন, বর্তমান নিয়োগ কর্তার সম্মাতিতে শ্রমিকরা নতুন এই সুযোগ গ্রহন করতে পারবেন। সে সব বেসরকারী খাত নিতাকাত প্রকল্পের আওতায় শ্রম কোটা পূর্ন করতে ব্যর্থ হয়েছিল তাদের জন্য ২০১১ সাল থেকে কফিল পরিবর্তনের ক্ষেত্রে শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। সূত্র আরব নিউজ,