বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে অবৈধ ও বকেয়াধারী গ্রাহকদের বিদুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ৩টি অবৈধ সংযোগ ও ১৩টি বকেয়া বিলধারী গ্রাহকের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ কার্যালয় কতর্ৃক বিদুৎ আদালতের বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিদুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন সদার্র জানান, বিদুৎ আদালতের বিচারকের নেতৃত্বে শহরের শায়েস্থানগর, স্টাফ কোয়াটার ও কোর্ট মসজিদ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
যারা গোপনে মেইন লাইনের সাথে সংযোগ করে বিভিন্ন নিমার্ণাধীন ভবনে কাজ করছিল। তাছাড়া ১৩জন গ্রাহকের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, যাদেরকে একাধিকবার নোটিশ করা সত্ত্বেও দীর্ঘদিন থেকে বিল পরিশোধ করে নাই। বিলের পরিমাণ প্রায় আট লক্ষ টাকা। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতে মোট ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, উপসহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার, ইমাম হোসেন, মনিরুল ইসলাম মুকুল, শুভ্রত শীল ও সদর থানার একদল পুলিশ সদস্য।