লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে ডাকাতি মামলার দুই আসামী জনতার হাতে ধরাশায়ী, থানা পুলিশে সোফর্দ।
স্থানীয় ও থানা পুুলিশ সূত্রে জানা যায় রবিবার (২৬ জুন) দিনগত রাতে উপজেলার মোড়াকড়ি গ্রামের ব্রীজের
নীচ থেকে ডাকাতির মামলার আসামী দ্বয়কে স্থানীয়রা আটক করে লাখাই থানা পুলিশে সোফর্দ করে।
আটককৃতরা হলেন উপজেলার লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামের সহিদ মিয়ার ছেলে মোঃ হাকিম মিয়া(২৩) এবং স্বজনগ্রামের আব্দুর রশীদ মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া।
সোমবার (২৭ জুন/২২) আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন সমেত আদালতে প্রেরন করা হয়েছ।উল্লেখ্য বিগত ২১ জুন/২২ দিনগত রাত আনুমানিক রাত ১-৪৫ মিনিটে উপজেলার সন্তোষপুর গ্রামের অজিত দাসের বাড়ীতে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়।ডাকাতদল ১ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুটে নেয় বলে জানা যায়।
ডাকাতির ঘটনার তদন্ত কর্মকর্তা এস,আই দেবাশীষ তালুকদার জানান ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটনের জন্য রিমান্ড আবেদন- করে আদালতে প্রেরণ করা হয়েছে।