বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে ভয়াবহ বন্যাকবলিত এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র ও বানের পানিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান ত্রাণসামগ্রী বিতরন কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার(২৭ জুন/২২) উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা,গোপালপুর সহ বিভিন্ন গ্রামে বন্যায় নিমজ্জিত পরিবার এবং বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে সকাল থেকে দিনব্যাপী ত্রান বিতরণ কার্যক্রম চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীনএর সার্বিক ব্যবস্থপনায় ত্রান বিতরন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপজেলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সহ সংসলিস্ট কর্মকর্তাগন।
এদিকে একই সময়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিৎপুর ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের সংগঠনের পক্ষ থেকে লাখাইয়ের বন্যাকবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।