নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পানি বন্দি শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার(২৬ জুন) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা এলাকায় বানবাসীদের হাতে এসব ত্রান সামগ্রী তুলে দেন সিলেট হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোঃ শহিদুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট রিজিওনের সিনিয়র এএসপি (সার্কেল) শেখ মাসুদ করিম, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, শেখ মাহফুজ, মুহিন শিপন প্রমুখ।
সিলেট হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট বন্যার্তদেরকে সহযোগিতা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট হাইওয়ে জোনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৫০ জনকে ত্রান সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।