বাহার উদ্দিন, লাখাই :
লাখাই উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আল- খিদমাহ্ রক্তদান সোসাইটি হবিগঞ্জ কর্তৃক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
(২৬ জুন ) রবিবার সকাল ১০ ঘটিকা হইতে দিনব্যাপী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাখাই বালুর মাঠ আশ্রয়কেন্দ্রে প্রায় ২’শত জনকে বিনামূল্যে ঔষধ সহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুত্তালেব ও সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মঈনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সহ পরিচালক সজিব আলী, মহিলা সভাপতি নাসিমা আক্তার, সহ মহিলা সভাপতি বন্যা গোপ,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মুত্তালিব শামিম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মনিরা আক্তার মুন্নী (নার্সিং স্টুডেন্ট), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সাবাল (ফার্মাসিস্ট), আইটি এন্ড মিডিয়া সম্পাদক আকিব শাহরিয়ার (মেডিকেল স্টুডেন্ট), হোসনা আক্তার অপি (নার্সিং স্টুডেন্ট) ও কার্যনির্বাহী সদস্য নার্গিস আক্তার, মুবাশ্বির হোসেন কিবরিয়া ও রিয়াদ।