বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর সহযোগীতায় উপজেলায় প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুধী আন্তর্জাতিক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার (২৬ জুন) বর্ণাঢ্য র্যালী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন ও র্যালীতে অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার( ভূমি) রেহানা মজুমদার, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার প্রমুখ।