আলমগীর কবির মাধবপুর(হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর গেইটে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ রবিবার দুপুর ২ টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রাম থেকে জগদীশপুর বাংলাদেশ হাডল্যান্ড সিরামিকস কোং লিঃ (বিএইচএল) ফ্যাক্টরিতে মোটরসাইকেলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর গেইট নামক স্থানে সিলেটগামী একটি মাছ বোঝাই কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী উপজেলার রিয়াজনগরের তাউস মিয়ার ছেলে হুমায়ূন কবির(২৯) ঘটনাস্থলেই মারা যান।
নিহত হুমায়ূন কবির বাংলাদেশ হাডল্যান্ড সিরামিকস কোং লিঃ চাকুরী করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক কাভার্ডভ্যান আটক করা হয়েছে। চালক পলাতক আছে।’