দিলোয়ার হোসাইন,বানিয়াচং,প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যার্থদের পাশে দাড়িয়েছেন বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
বড়বাজার ব্যাবসায়ীদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী এই ত্রান বিতরণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
রবিবার ২৬ জুন দুপুর ১২টায় স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়,সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয় নেওয়া বন্যার্থদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন’র সভাপতিত্বে ত্রান বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন মিয়া,বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া , বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সহসভাপতি আব্দুল হান্নান,নূরুল হক,ব্যাবসায়ী নেতা শাহ আলম,শেখ আলমগীর, ব্যাবসায়ী নারায়ন দত্ত,সাংবাদিক নূরুল ইসলাম, আক্তার হোসেন আলহাদী প্রমুখ।
ব্যাবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যায় আগামী এক সপ্তাহ যাবত ব্যাবসায়ীদের ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে।