বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ভয়াবহ বন্যার পানিতে ছোট- বড় প্রায় ৪ শতাধিক পুকুর তলিয়ে যায় বলে জানা যায়।এতে প্রায় ৪ কোটি টাকার মাছ বানের পানিতে ভেসে গেছে।
সরজমিন লাখাইয়ের করাব,মুড়িয়াউক, বামৈ, মোড়াকড়ি ইউনিয়নে পরিদর্শনে দেখা যায় মৎস্য চাষীরা বানের পানি বৃদ্ধির সংগে সংগে তাদের তলিয়ে যেতে থাকা পুকুর রক্ষায় নেটজাল ও বাঁশের পাটি দিয়ে বাঁধ দিচ্ছে।কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছেনা।বন্যার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় শেষ রক্ষা হয়নি।পুকুরের মাছ ভেসে যায়।এতে মৎস্য চাষীরা ক্ষতির সন্মুখীন।
সিংহগ্রাম এর মৎস্যচাষী আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান আমি প্রতি বছরের মতো এ বছরও ৪ টি ব্যাক্তি মালিকানাধীন পুকুর ৪ লক্ষাধিক টাকায় লীজ নিয়ে মাছ চাষ করেছিলাম এবং মাছও বেশ বড় হয়েছিল। কিন্তু আরো বড় হওয়ার আশায় তা বিক্রি করিনি।আকস্মিক বন্যায় আমার সবকটি পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় এ পর্যন্ত ৪ শতাধিক পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।তলিয়ে যাওয়া পুকুরের আয়তন প্রায় ৮০.৬৫ হেক্টর। এতে সম্ভাব্য ক্ষতির পরিমান প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ ৮ হাজার টাকা।
সূত্রে আরোও জানা যায় তলিয়ে যাওয়া পুকুরের পরিমান আরো বাড়তে পারে।এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার এর আলাপকালে জানান লাখাইয়ে ইতিমধ্যে ৪ শতাধিক পুকুরের মাছ বন্যায় ভেসে যাওয়ার তথ্য পেয়েছি। খোঁজ নিচ্ছি আরো বাড়তে পারে।