স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে সরকারি কর্ম কমিশনের পরিচালক বেগম সাবিনা আলমকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনকে সিলেটের জেলা প্রশাসক পদে বদলী করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।