বাহার উদ্দিন, লাখাই থেকে :
ভয়াবহ বন্যার প্রভাবে বিদ্যালয়ের আঙ্গিনা ও ভবন প্লাবিত হওয়ায় এবং সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় লাখাই উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫টি বিদ্যালয়ে পাঠদা বন্ধ রয়েছে।
বাদবাকি ২৭ টি বিদ্যালয়ে পাঠদান চালু থাকলেও ছাত্র- ছাত্রীর উপস্থিতি খুবই কম।উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার ৭২ টি বিদ্যালয়ের মধ্যে ৪৫ টিতে পাঠদান বন্ধ রয়েছে।গ্রামীন রাস্তা- ঘাট তলিয়ে যাওয়ায় এবং যেকল বিদ্যালয়ে বন্যার পানিতে প্রাঙ্গণ ভবনের মেঝেতে পানি উঠেছে সেগুলোতে পাঠদান বন্ধ রয়েছে।সরজমন উপজেলার গনিপুর, সিংহগ্রাম, সুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে দেখা যায় বিদ্যালয় গুলোর চারপাশ ও সংযোগ সড়কে হাটু,কোমর সমান পানি এবং কোনটিতে মেঝেতে পানি উঠেছে।
শিক্ষক গনের উপস্থিতি থাকলেও কোন ছাত্র- ছাত্রী নেই।আর কোন কোনটিতে বন্যার্তরা আশ্রায় নিয়েছে।এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার মজনুর রহমান এর সাথে আলাপকালে জানান ৭২ বিদ্যালয়ের মধ্যে ৪৫ টিতে পাঠদান বন্ধ রয়েছে।বাকীগুলোতেও শিক্ষার্থী উপস্থিতি কম।