দিলোয়ার হোসাইন,বানিয়াচং :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বানিয়াচং থানা পুলিশের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ জুন) শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানার আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠিত হয়। “আমার টাকায়,আমার সেতু ” বাংলাদেশের পদ্মাসেতু শ্লোগানে- শ্লোগানে মুখরিত হয় র্যালিটি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের পরিচালনায় উক্ত আনন্দ শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কবির হোসেন,উপজেলা সদরের ১নম্বর উত্তর -পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,২নম্বর উত্তর -পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, ৪নম্বর দক্ষিণ -পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান, সাংবাদিক আতাউর রহমান মিলন, আনোয়ার হোসেন, শাহ সুমন, শেখ সজীব হাসান, হৃদয় খানসহ থানায় কর্মরত পুলিশবৃন্দ।