কনৌজ বেনার্জী,আজমিরীগঞ্জ থেকে :
হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বন্যার পানিতে পড়ে মেরাজুল নামে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার শিশু পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এলাকার নদ-নদী সমূহের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে অন্যান্য এলাকার মত আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রসুলপুরেও তলিয়ে যায় নীচু পাড়াগুলো। বানের পানিতে অনেকেরই তলিয়ে গেছে বাড়ির আঙ্গিনা।
এরই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার বিকালে রসুলপুরের গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার ঘরে খেলা করছিল শিশুপুত্র মেরাজুল(২)।
বিকাল অনুমানিক ৩ টায় হঠাৎ করে সকলের অগোচরে আঙ্গিনায় উঠা পানিতে পড়ে যায় শিশু মেরাজুল। এদিকে শিশুপুত্র মেরাজুলের পিতা জানায়,দুপুরে খাওয়া দাওয়া শেষে শিশুটির মা তার ছেলেকে ঘুম পাড়িয়ে ঘরের বাহিরে কাজ করতে যায়। কাজ শেষে ঘরে এসে দেখে বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে তার ছেলে পড়ে রয়েছে।
এ সময় শিশুর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্হলে ছুঁটে আসে।পর কাকাইলছেও চৌধুরীবাজারে পল্লীচিকিৎসকের নিকট পর আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুপুত্র মেরাজুলকে মৃত ঘোষণা করেন।