শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাটে রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ জুন) দুপুরে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের(সওজ) রাস্তার পনারগাঁও গ্রামের অংশ থেকে শুরু করে শ্রীবাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা পাকা করণের দাবি জানান এলাকাবাসী।
জানা যায়,গত এক যুগ ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানালেও কতৃপক্ষ কোন সাড়া না দেয়ায় এলাকার ৫/৬ টি গ্রামের লোকজনসহ ছাত্র/ছাত্রীরা কাদা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে বক্তরা বলেন,স্থানীয় জনপ্রতিনিধিগণ রাস্তাটি পাকাকরণের কয়েকদফা ওয়াদা করলেও নির্বাচন পরবর্তীতে তারা ভুলে যান এবং গেছেন। জরুরি ভিত্তিতে রস্তাটি পাকা করণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধনে অংশ গ্রহণ করেণ এলাকাবাসীসহ ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।এতে বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,প্রভাষক মোঃ আব্দুল করিম,মোঃ রশিদ মিয়া প্রমূখ।