সৈয়দ শাহান শাহ্ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীর উপর নতুন ব্রিজ নির্মাণ করতে গিয়ে যে বিকল্প ব্রিজ নির্মাণ করা হয়েছিলো সেটি বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে।
ফলে, সুতাং নতুন ব্রিজ নির্মাণ অসম্পূর্ণ থাকা অবস্থায়ই নদীর এপার- ওপার গ্রাম,এলাকার মানুষ নতুন ব্রিজে বাঁশের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হচ্ছেন।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয়া জরুরী।