স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবিরের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবটির নামাজ ঘরে এই আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শোয়েব চৌধুরী, সদস্য শাকীল চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, আব্দুল হালীম, প্রদীপ দাশ সাগর, মুজিবুর রহমান, মঈন উদ্দিন আহমেদ, বদরুল আলম, সাইফুর রহমান তারেক, নায়েব হোসাইন, ফাস্ট বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ।
এ সময় সাংবাদিক মোঃ নূরুল হক কবিরের রোগমুক্তি কামনায় মোনাজাত করেন এবং মিলাদ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফী।