আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট থেকেঃ
চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ফাটাবিল গ্রামবাসী একটি মায়া হরিণ আটক করেছে।হরিণটি এখনো অক্ষত রয়েছে।
(১৬ জুন)বৃহস্পতিবার সকাল ৮টায় সময় কিছু লোক তাড়া করে নিয়ে আসে। এসময় হরিণটি গ্রামের মসজিদের পুকুরের পড়ে যায়।বাড়ির মালিক প্রবাসী মাখন মিয়া ও আসামপাড়া বাজারের প্রাইমফুড এর স্বত্তাধীকারী রোমান মিয়া আটক করেন।
পরে গ্রামের কয়েকজন হরিণ টি জবাই করার জন্য প্রস্তুতি নিলে প্রবাসী মাখন মিয়ার স্ত্রী চেগানগর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকা ফজলুন্নাহার ডলি বাধা দেন এবং স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু কে খবর দেন।
সাংবাদিক রাজু বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম কে জানালে সাতছড়ি বিট অফিসার মাজহারুল ইসলাম এসে নিয়ে যান।