বিশেষ প্রতিনিধি :
নারীর ক্ষমতায়ন, একটি বাড়ী একটি খামার, ডিজিটাল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি হবিগঞ্জ সদর উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টা সদর উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালী বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে স্বপ্নের পদ্মাসেতু আজ বাস্তবায়ন হয়েছে।
দেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে, গৃহহীন মানুষ মাথা গোজার ঠাই পেয়েছে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশের কারণে সকল বিভাগে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। ঘরে বসেই মানুষ শহরের সুযোগ সুবিধা ভোগ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমের সভাপতিত্বে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মোহাম্মদ জাহান, রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, বিটিভি জেলা সংবাদ প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।