চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে মনোনয়ন দাখিল করলেন সাবেক পিপি ও বর্তমান সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু। তিনি গতকাল সোমবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদের কাছে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ১৮ জুন চুনারুঘাট উপজেলার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেন জিতু গত সম্মেলন ও কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত উপজেলা তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন।আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা আসন্ন সম্মেলন ও কাউন্সিলে চুনারুঘাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি হিসেবে এডভোকেট এম আকবর হোসেন জিতু কে পুনরায় দেখতে চায়।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতুর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন কমিটি গঠন সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।