মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের গোরস্থানে রাস্তায় খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে শিমুলঘরে গোরস্থানে রাস্তায় খাল থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
দুপুরে স্থানীয় শিমুলঘর গ্রামের গোরস্থানে রাস্তায় খালের পানিতে নবজাতকের ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম ও এসআই মোখলেছুর রহমান ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান , নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে,ও একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।