লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন কে পুনরায় বহাল না করার জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও সর্বস্তরের এলাকাবাসী মানববন্ধন ও শিক্ষকমন্ডলীর কর্মবিরতি এবং স্মারক লিপি প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার (১১ জুন/২২) দুপুর ১২ টায় মুড়িয়াউক উচচ বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশাল মানববন্ধন সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক এস,এম,সি সভাপতি নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও মাহমুদুল হাসান এর সন্চালনায় অনুষ্টিত হয়।এতে বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী, শিক্ষকমন্ডলী,ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন বর্তমান মেম্বার আব্দুর রাজ্জাক চৌধুরী, নুর আলম,সাবেক মেম্বার ফারুক আহমেদ,বশির আলম চৌধুরী, মশিউর রহমান সাচ্চু,ছুরুক তালুকদার, হাবিবুর রহমান,ছানোয়ার কাদের চৌধুরী, মুর্শেদ কামাল চৌধুরী, আব্দুল হাই মাষ্টার, নুরুজ্জামান মিয়া,আব্দুল আহাদ,বাচ্চু মিয়া,অলিউর রহমান,সেলিম মিয়া,তোফায়েল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগন বলেন বিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা আত্বসাত কারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন কে পুনরায় বহাল করা যাবেনা,এধরনের দূর্নীতিগ্রস্থ শিক্ষককে পুনবহাল আমরা মেনে নিতে পারিনা,মানবনা।
বহিষ্কৃত
নুরুল আমিন এর পুনবহাল আদেশ অবিলম্বে বাতিল করতে হবে।বক্তাগন দূর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।