হামিদুর রহমান মাধবপুর প্রতিনিধি : নিজ বুদ্ধিতে অপহরনকারীদের কবল থেকে রক্ষা পেল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া-খড়কী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায়ে এলাকাবাসী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মনোধীর গোপের ছেলে পলাশ গোপ (১৬) এবং মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে শাহীন (১৮) কে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, খড়কী গ্রাম থেকে ওই দিন দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য একটি সিএনজি অটোরিক্সায় উঠে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্বে থেকে উৎপেতে থাকা যাত্রী বেশী ৩ অপহরণকারী ছাত্রীকে ঝাঁপটে ধরে জোরপূর্বক অন্যদিকে নিয়ে যাওয়ায় চেষ্টা করে এ সময় মেয়েটি কৌশলে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়।
এতে তার ডান পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ জনতার হাতে আটক ২ অপহরণকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত মোল্লা মনির হোসেন জানান, জনতা উল্লেখিত অপহরণকারীর আটক করে পুলিশে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।