বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন/২২) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।কর্মশালায় টাস্কফোর্স কমিটি ও কর্তৃত্ব প্রাপ্ত ৩০ জন অংশ নেন।
এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষিকর্মকর্তা শাকিল খন্দকার,থানা ভারপ্রাপ্ত ( ওসি তদন্ত) চম্পক দাম, শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান,সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।