এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান চুনারুঘাট সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন আফরোজ মিয়া।
বুধবার (৮জুন)সকালে চুনারুঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমরুল কবির ফুলেল শুভেচছার মাধ্যমে নতুন অধ্যক্ষ আফরোজ মিয়া কে বরণ করে নেন।এসময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ আফরোজ বখত চৌধুরী জালাল,মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর হারুন মিয়া,শ্রীমঙ্গল সরকারি কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান প্রফেসর আমির উদ্দিন,বৃন্দাবন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর মুকুব আলী।
জানা যায়,উপজেলার ১০নং মিরাশি ইউনিয়ন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুন নুরের সন্তান আফরোজ মিয়া।তিনি ঢাকা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান ছিলেন।রাষ্ট্রপ্রতির আদেশক্রমে গেলো ২ জুন উপ-সচিব (সরকারি কলেজ) মোহাম্মদ মাসুম আহমেদ সাক্ষরিত প্যাডে আফরোজ মিয়া কে চুনারুঘাট সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত করে প্রেসবিজ্ঞপ্তিতে জানান।
অধ্যক্ষ আফরোজ মিয়া অধ্যক্ষ পদে এই প্রথম নিজ উপজেলার চুনারুঘাট সরকারি কলেজে পদায়ন হোন।এতে স্থানীয় বাসিন্দা সহ শুভাকাঙ্ক্ষীগণ চুনারুঘাটবাসী যেমন উৎচাসিত তেমন চুনারুঘাট বাসীর স্বপ্নের কলেজের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ছাত্র সাদমান তাজ আপন, চুনারুঘাট সরকারি কলেজের সহযোগীগণসহ কর্মকর্তা কর্মচারীগণ।