আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৫ টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ জুন)বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী আব্দুল আলী নামের এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধারকৃত ১২৫টি কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।