নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে নিখোঁজের পরদিন মোজাক্কির মিয়া (২৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মোজাক্কির মিয়া উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া গ্রামের ছলিম উল্লাহর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে নৌকাযোগে হাওড়ে কাজ করতে যান মোজাক্কির মিয়াসহ ৩ জন। হাওড়ে কাজ শেষে বিকেলে নৌকা যোগে বাড়ি ফেরার পথিমধ্যে নৌকায় থাকা অপর দুই জনের অগোচরে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মোজাক্কির।
সাথে থাকা ওই দুই যুবক হঠাৎ নৌকায় মোজাক্কিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন দীর্ঘ সময়। পরে নদীতে নেমে আত্মীয় স্বজনসহ এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও মোজাক্কিরের কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকায় মোজাক্কিরের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ এর নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খানের সহযোগীতায় একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, মোজাক্কির মৃগী রোগী ছিল বলে তার পরিবার জানিয়েছে। তিনি আরও জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।