মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে সাগর দেব (মরন)(২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের হরিপদ দেব এর পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়,সাগর দেব মঙ্গলবার (৭ জুন) সকালে ঘুম থেকে উঠছেনা দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।