চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
যায়যায়দিন প্রতিনিধি ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন-সম্পাদক ফারুক মাহমুদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশীদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, নূর উদ্দিন সুমন, এফ এম খন্দকার মায়া, নোমান আহমেদ, আব্দুল জাহির মিয়া, সাইফুর রাব্বি, তোফাজ্জল মিয়া, বাবরু মিয়া প্রমূখ।
পরে অতিথিবৃন্দের কেক কাটার মাধ্যমে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।