বিশ্বনাথ প্রতিনিধি : দীর্ঘদিন প্রায় চার মাস পর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও সভা করেছে জামায়াত। সোমবার দুপুর ১২ টায় উপজেলার রামপাশা বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জামায়াত নেতা মাওলানা আনোয়ার হোসেন, আশিকুর রহমান, আব্দুল আলী, হাবিবুর রহমান মেম্বার, মঈন উদ্দিন প্রমূখ।